বুধবার এক বিবৃতিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি এক নতুন নির্দেশিকাবলে ১৯৮৯ সালের সেন্ট্রাল মোটর ভেহিকল রুলের ১৩৮ নম্বর নিয়ম সংশোধন করা হয়েছে। সংশোধিত মোটরসাইকেলে বা স্কুটারে চালকের সঙ্গে একা বা অন্য কারও সঙ্গে চেপে ভ্রমণরত শিশুদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। মোটর ভেহিকল আইনের ১২৯ নম্বর ধারার অধীনে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
২০২২ সালে সেন্ট্রাল মোটর ভেহিকল (দ্বিতীয় সংশোধনী) নিয়ম প্রকাশের এক বছর পর থেকে তা কার্যকর হবে। চার বছরের কম বয়সের শিশুদের হয় সেফটি বেল্ট দিয়ে চালককে নিজের শরীরের সঙ্গে বেঁধে রাখতে হবে এবং অবশ্যই হেলমেট পড়াতে হবে। সেফটি বেল্টের মাধ্যমে চালকের শরীরের সঙ্গে শিশুর শরীর এমন ভাবে বাঁধা থাকবে যাতে তাঁর দুই পা সিটের দু'পাশে থাকে, জানিয়েছে কেন্দ্রীয় পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন