বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

মাহিন্দ্রা অ্যান্ড মহম্মদ থেকে কী ভাবে বদলে হল Mahindra & Mahindra?

 


ভারতের বিখ্যাত শিল্প গোষ্ঠীগুলির মধ্য অন্যতম Mahindra & Mahindra ৷ তবে এই শিল্প সংস্থার জন্মলগ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে এক পাক গভর্নর-জেনারেলের নাম ৷ 1945 সালে এই শিল্প প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ৷ তখন অবশ্য এই শিল্পগোষ্ঠীর নাম রাখা হয়েছিল , ' Mahindra & Mohammed ' ৷ কারণ সেই সময় ওই গোষ্ঠী গঠন করেছিলেন একদিকে যেমন দুই ভাই জগদীশচন্দ্র মহিন্দ্রা এবং কৈলাসচন্দ্র মহিন্দ্রা তেমনই তাঁদের সঙ্গে ছিলেন মালিক গুলাম মহম্মদ ৷ এই গুলাম মহম্মদই হলেন পাকিস্তানের প্রথম অর্থমন্ত্রী এবং ইনি আবার পরে পাকিস্তানের গভর্নর জেনারেলও হয়েছিলেন ৷

গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিসেবে বর্তমানে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা মূলত পরিচিত হলেও আত্মপ্রকাশের সময় এই সংস্থাটির নজর ছিল ইস্পাত লেনদেনের ব্যবসা করার দিকে ৷ তারপর আস্তে আস্তে গাড়ি তৈরির দিকে ঝোঁকে ৷ বিশেষত এই সংস্থার জিপ খুবই জনপ্রিয় ৷

প্রথম জীবনে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর জগদীশচন্দ্র মহিন্দ্রা দীর্ঘদিন কাজ করেছিলেন টাটা স্টিলে ৷ আবার কৈলাসচন্দ্র মহিন্দ্রা কাজ করেছিলেন স্যার রাজেন মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানিতে ৷ এদিকে আবার গুলাম মহম্মদ ছিলেন একজন সিভিল সার্ভেন্ট এবং সেই সুবাদে তিনি এক সময় ভারতীয় রেলের অ্যাকাউন্টস দেখভাল করার দয়িত্বে ছিলেন ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন