সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

স্পেশিফিকেশন, দাম এবং ফিচার্সে এগিয়ে কোন বাইক?


 ইঞ্জিনের নিরিখে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে Xpulse 200 4V। এই মোটরসাইকেলে রয়েছে একটি 199.6cc অয়েল কুলড ফোর ভাল্ভ ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 18.8 bhp শক্তি ও 17.35 Nm টর্ক পাওয়া যায়। অন্যদিকে, Crosser 150 তে রয়েছে একটি 149cc এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে 12.2 bhp শক্তি ও 12.74 Nm টর্ক পাওয়া যাবে। এই দুই ইঞ্জিনের সঙ্গেই থাকছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। যদিও পেট্রল, ইথানল অথবা উভয় জ্বালানির মাধ্যমেই চালানো যাবে Crosser 150। অন্যদিকে, শুধুমাত্র পেট্রলের মাধ্যমেই চালানো যাবে Xpulse 200 4V।

হার্ডওয়্যারের নিরিখেও সামান্য এগিয়ে রয়েছে Xpulse 200 4V। রয়েছে 21-18 ইঞ্চি হুইল কম্বিনেশন। যে কোনও রকম ভূমিখণ্ডের উপরে দিয়ে সহজেই চলে যাবে এই মোটরসাইকেলের স্পোকের চাকা। অন্যদিকে, Crosser 150 তে থাকছে 19-17 ইঞ্চি হুইল কম্বিনেশন। দুই মোটরসাইকেলের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ও পিছনে মনোশক ব্যবহার হয়েছে।

Crosser 150 তে বাল্ব হেডল্যাম্প ও টেল-ল্যাম্প থাকলেও Xpulse 200 এ রয়েছে LED হেডল্যাম্প ও টেল-ল্যাম্প। এছাড়াও Xpulse 200 এ রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও Bluetooth কানেক্টিভিটি। অন্যদিকে, Crosser 150 তে রয়েছে সাধারণ সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। তবে Crosser 150 এর হ্যান্ডেলবার এর উচ্চতা নিয়ন্ত্রণ করা যাবে। যা Xpulse 200 এ করা সম্ভব না


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন