দুটি নতুন অ্যাডভেঞ্চার ইলেকট্রিক সাইকেল নিয়ে এল Hero Lectro। বিবৃতিতে এমনই জানিয়েছে সংস্থা। Hero Lectro F2i ও F3i ভারতের প্রথম ই-মাউন্টেন বাইক। অ্যাডভেঞ্চার রাইডারদের জন্য এই সাইকেলে থাকছে স্পোর্টি ফ্রেম। Hero Lectro F2i এর দাম 39,999 টাকা ও Hero Lectro F3i এর দাম 40,999 টাকা। এই ই-সাইকেলগুলি (e Cycle) রাইডের সময় দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে। শহরের রাস্তায় চালানোর সঙ্গেই অফ রোডিং করা যাবে এই সাইকেলগুলিতে। F2i ও F3i তে থাকছে উচ্চ ক্ষমতার 6.4Ah IP67 ব্যাটারি। সঙ্গে থাকছে 250W BLDC মোটর। কোম্পানির তরফে জানানো হয়েছে এই সাইকেলে অন্যান্য ইলেকট্রিক সাইকেলের তুলনায় বেশি টর্ক পাওয়া যাবে।
পেডেলিক, থ্রটল, ক্রুজ কন্ট্রোল ও ম্যানুয়াল মোডে চালানো যাবে Hero Lectro F2i ও F3i। পেডেলিক মোডে এক চার্জে সর্বোচ্চ 35 কিমি পথ চলবে এই সাইকেলগুলি। এছাড়াও থ্রটল মোডে পাওয়া যাবে 27 কিমি রেঞ্জ স্মার্ট LED ডিসপ্লের মাধ্যমে ইলেকট্রিক সাইকেলের মোড পরিবর্তন করা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন