প্রযুক্তিআর বিজ্ঞান যখন তরতর করে এগোচ্ছে তখন মানুষের সুবিধা দেখাটাই মূল লক্ষ্য হয়ে উঠছে। প্রত্যেকদিন যানজটের মুখোমুখি হওয়ার লড়াই এবার সম্ভবত শেষ হতে চলেছে।
বিশ্বের অন্যান্য অনেক দেশই উড়ন্ত গাড়ি বানিয়ে তাক লাগিয়ে
দিয়েছে। এবার সেরকমই গাড়িতে ওড়ার অভি অভিজ্ঞতা হতে পারে আমার আপনারও।
ভারতের আকাশেও এবার উড়বে ফ্লাইং কার।
অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন,
ভিনতা এরো মবিলিটি নামে এক সংস্থার সঙ্গে কথা হয়েছে তাঁর। ফ্লাইং কার এর
কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন তিনি। সিন্ধিয়া আরও জানিয়েছেন যে একবার
ভারতের আকাশে এই ফ্লাইং কার উড়তে শুরু করলে, তাতে যেরকম মানুষ যাতায়াত
করতে পারবেন, তেমনই পণ্য পরিবহন করাও সম্ভব হবে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত
জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা
নেবে ফ্লাইং কার। সিন্ধিয়া জানিয়েছেন ভিনতা এরো মবিলিটি সংস্থার তরুণ
গবেষক দল তাকে এই ফ্লাইং কার এর কনসেপ্ট সম্পর্কে বুঝিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন