Tata Tigor ভারতে গ্রাহকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। ভারতে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আগে আকাশ ছোঁয়া দাম হলেও এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই লঞ্চ হচ্ছে ইলেকট্রিক গাড়িগুলি। সাধারণ গ্রাহকের মধ্যে ইলেকট্রিক গারির চাহিদা বাড়তে থাকার কারণেই প্রায় সব কোম্পানি আরও বেশি ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনা শুরু করে দিয়েছে। প্রত্যেক বছর এই বিভাগে নতুন নতুন গাড়ি বাজারে আসছে। সাধারণ মানুষও পেট্রোল-ডিজেলে চলা গাড়ির বিকল্প হিসাবে ইলেকট্রিক গাড়িকে মেনে নিয়েছেন। এই মুহূর্তে দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি Tata Tigor EV। এই গাড়িতে আধুনিক যাত্রীবাহী গাড়ির সব সুবিধা পাবেন।
2021 সালের আগস্টে বাজারে এসেছিল Tata Tigor EV। ধীরে ধীরে দেশের গ্রাহকদের
মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে এই গাড়ি। বিক্রির নিরিখে এই মুহূর্তে
দেশের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি এটাই। আর এই কারণেই এই গাড়িকে আরও কাছ
থেকে দেখে নিয়তে এই প্রতিবেদনে Tata Tigor EV সম্পর্কে গুরুত্বপূর্ণ
তথ্যগুলি দেখে নেব।
Tata Tigor EV: দাম
ভারতের
গাড়ির বাজার দামের প্রতি খুবই সংবেদনশীল। সঠিক দামে গাড়ি লঞ্চ না হলে সেই
গাড়ির সাফল্য থেকে বঞ্চিত হতে পারে। দেশের মানুষের এই অনুভূতির কথা Tigor
EV লঞ্চের সময় মাথায় রেখেছে Tata Motors। ভারতে Tata Tigor EV এর দাম শুরু
হচ্ছে 11.99 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টে এই গাড়ির দাম 13.14 লক্ষ টাকা।
যা এই গাড়িকে দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ির শিরোপা দিয়েছে। এই গাড়িতে
সাধারণ Tigor সেডানের ডিজাইন দেখা যাবে। তবে গাড়ির ভিতরে কম্বাশন ইঞ্জিনের
পরিবর্তে ব্যবহার হয়েছে ইলেকট্রিক পাওয়ারট্রেন।
Tata Tigor EV: পাওয়ারট্রেন ও ব্যাটারি
পেট্রোল-ডিজেলে
চলা গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেমন ইঞ্জিন, ঠিক তেমনই
ইলেকট্রিক গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ইলেকট্রিক মোটর ও ব্যাটারি।
Tata Tigor EV তে ব্যবহার হয়েছে 26 kWh ব্যাটারি ও একটি ইলেকট্রিক মোটর।
এই মোটরে 74 bhp শক্তি ও 170 Nm টর্ক পাওয়া যাবে।
কোম্পানির দাবি 26
kWh ব্যাটারির জন্য এই গাড়ি এক চার্জে 306 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।
এছাড়াও Tata Tigor EV তে থাকছে DC ফাস্ট চার্জিংয়ের সুবিধা। মাত্র 60
মিনিটে 0-80 শতাংশ চার্জ হবে এই গাড়ির ব্যাটারি। 15A AC চার্জারে 0-80
শতাংশ চার্জ হতে সময় লাগবে 8.5 ঘণ্টা। এই গাড়ির ইঞ্জিন ও মোটরে 8 বছর ও
1,60,000 কিলোমিটারের ওয়্যারিন্টি দিচ্ছে Tata Motors।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন