মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

Volkswagen Virtus কি টেক্কা দেবে Skoda'কে? দেখে নিন আকর্ষণীয় লুক, ফিচার্স


 
Volkswagen Virtus-কে ঘিরে জমে উঠেছে Volkswagen এবং স্কোডার প্রতিযোগিতা। স্কোডা সম্প্রতি ভারতের বাজারে নিজের পূর্বসূরি র‍্যাপিড ( Rapid) এর বদলে বাজা

Volkswagen Virtus তৈরি ভারতের গ্রাহকদের মন জয় করতে। ওই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে-- ভারতের আরোহীরা গাড়ি বুকিং করতে পারবেন এবার থেকে। Volkswagen এবং Skoda প্রতিযোগিতা সাম্প্রতিক সময় তুঙ্গে উঠেছিল৷ সেই প্রতিযোগিতার সুফলই হয়ত ভারতের বাজারে পেতে চলেছেন আরোহীরা।


অতিমারির দীর্ঘ ক্ষতি কাটিয়ে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতের গাড়ি ইন্ডাস্ট্রি। বিভিন্ন কোম্পানির বিক্রি ক্রমশ বাড়ছে। সেই তালিকায় টাটা থেকে মারুতি সবাই রয়েছে। অতিমারি যেমন সারা বিশ্বজুড়ে সাপ্লাই চেনের অভাব তৈরি করেছে-- যার প্রভাবে মার খেয়েছে গাড়ি প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা, তেমনই অতিমারির প্রভাবে ভারতের বাজারে আরোহীদের নির্দিষ্ট কিছু অভ্যেসও তৈরি হয়েছে। কী রকম সেই অভ্যেস? অতিমারির প্রভাবে ভার‍তের অনেক নাগরিক আর গণ-পরিবহন ব্যবহার করতে চাউছেন না। সামাজিক দূরত্ববিধি মেনে তাঁরা নিজেদের দু চাকা বা চারচাকায় অনেকবেশি স্বাচ্ছন্দ্য অনুভব করছেন। আর ঠিক সেই জায়গাটিই ধরতে চাইছে গাড়ি কোম্পানিগুলি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন