বুধবার, ৯ মার্চ, ২০২২

গ্রাহক চাহিদায় নয়া ইলেক্ট্রিক বাইক ভারতে! এক ক্লিকে জানুন ফিচার্স...


 Elecric Bikes এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবার ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হল আইকনিক মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা Indian। জনপ্রিয় ই-বাইক প্রস্তুতকারী সংস্থা Super73 এর সঙ্গে হাত মিলিয়ে এই ইলেকট্রিক বাইক প্রস্তুত করেছে মার্কিন কোম্পানিটি। নতুন এই ইলেকট্রিক বাইকের নাম eFTR Hooligan 1.2, যা চালাতে কোন মোটরসাইকেল লাইসেন্সের প্রয়োজন হবে না।

আগে eFTR ব্র্যান্ডের অধীনে ছোটদের ইলেকট্রিক ডার্ট বাইক বাজারে এনেছিল কোম্পানিটি। এবারSuper73 এর সঙ্গে হাত মিলিয়ে একই ব্র্যান্ডের অধীনে প্রাপ্তবয়স্কদের জন্য নতুন ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হয়েছে Indian।

Super73 এর S2 ইলেকট্রিক বাইকের সঙ্গে eFTR Hooligan এর অনেক সাদৃশ্য রয়েছে। নতুন এই ইলেকট্রিক বাইক চালানোর অভিজ্ঞতা কেমন? দেখে নিন।

eFTR Hooligan এর সঙ্গে Super73 S2 এর অনেক পার্থক্য রয়েছে। Indian জানিয়েছে কোম্পানির ইলেকট্রিক বাইকে যুক্ত হয়েছে ইনভার্টেড ফ্রন্ট ফর্ক, মাঝারি উচ্চতার মোটরসাইকেলে স্টাইলের হ্যান্ডেলবার, অনন্য LED হেডলাইট, একটি উইন্ড ডিফ্লেকটর ও আরও অ্যাগ্রেসিভ টায়ার। eFTR Hooligan 1.2 থেকে বাদ গিয়েছে সামনে ও পিছনের ফেন্ডার। এছাড়াও ডাউনটিউবের নীচের দিকে ব্যাটারি রাখা হয়েছে। যা ইলেকট্রিক বাইকের ব্যালেন্সকে উন্নত করবে। Indian মোটরসাইকেল লুক দেওয়ার জন্য এই মোটরসাইকেলে ব্যবহার হয়েছে একটি সোনালী চেন।

তবে এই ইলেকট্রিক বাইকে উপস্থিত রয়েছে Super73 এর একাধিক চিহ্ন। যদিও কয়েকটি পরিবর্তনের ফলে তা অনেকটা Indian মোটরসাইকেলের মতো দেখতে হয়েছে।

তবে এই ইলেকট্রিক বাইকে Indian Motorcycle এর অন্যান্য প্রোডাক্টের মতো আওয়াজ পাওয়া যাবে না। eFTR Hooligan 1.2 তে ব্যবহার হয়েছে 20 ইঞ্চি টায়ার। এই বাইকে ব্যবহার হয়েছে 2,000W এর ইলেকট্রিক মোটর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন