বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

অবিশ্বাস্য, বাজারে এল নয়া স্টাইলের উভচর বাইক, জলে-স্থলে চলবে অবলীলায়

 


মাল্টিপারপাস জেড-ট্রাইটন মাল্টিপারপাস বাইক ব্যবহার করা যাবে। কোম্পানির দেওয়া গাড়িটি শুধু রাস্তায় চলতে পারে না, জলতেও চালাতে পারে। হ্যাঁ, কোম্পানির মাল্টিপারপাস ভেহিকেলটি বাইক এবং নৌকা হিসেবে উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে।

বিশ্বজুড়ে এমন অনেক মানুষ আছে যারা তাদের সৃজনশীলতাকে বিভিন্নভাবে প্রকাশ করে। এমন পরিস্থিতিতে মানুষ কিছু জিনিস এমনভাবে প্রস্তুত করে যে সেগুলো বহুমুখী যান হিসেবে ব্যবহার করা যায়। ইউরোপে অবস্থিত একটি লাটভিয়ান স্টার্টআপ জেল্টিনি দ্বারা একটি একজাতীয় গাড়িও তৈরি করা হয়েছে। যেটি মাল্টিপারপাস জেড-ট্রাইটন মাল্টিপারপাস বাইক ব্যবহার করা যাবে। কোম্পানির দেওয়া গাড়িটি শুধু রাস্তায় চলতে পারে না, জলতেও চালাতে পারে। হ্যাঁ, কোম্পানির মাল্টিপারপাস ভেহিকেলটি বাইক এবং নৌকা হিসেবে উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে।
বর্তমানে, জেলটিনির মাল্টিপারপাস গাড়ি ইউরোপের বাছাই করা বাজারে লঞ্চ করা হয়েছে। এই গাড়িটি অনেক চাহিদা পূরণ করতে ব্যবহার করা যেতে পারে। এর নাম দেওয়া হয়েছে জেড-ট্রাইটন। এর দাম ১২,২৬,৬২১ টাকা। ডিজাইন ও লুক নিয়ে কথা বললে দেখতে অনেকটা ই-রিকশার মতো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন