বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

বাইক কিনতে গুনতে হবে বেশি টাকা! দাম বাড়াচ্ছে Bajaj

 


2022 সালের শুরুতেই একাধিক কোম্পানির মোটরসাইকেলের দাম বেড়েছিল। এবার সেই তালিকায় নাম লেখাল Bajaj Auto। সম্প্রতি কোম্পানির বিভিন্ন মোটরসাইকেলের দাম বেড়েছে।

দাম বাড়ার পরে Bajaj CT সিরিজের CT100 ও CT110 কিনতে যথাক্রমে 53,696 টাকা ও 63,808 টাকা খরচ হবে। এছাড়াও Platina রেঞ্জে Platina 100 ও Platina 110 এর দাম বেড়ে হয়েছে যথাক্রমে 59,309 টাকা ও 68,384 টাকা।

অন্যদিকে কোম্পানির ক্রুজার সিরিজে Avenger 160 ও Avenger 220 মোটরসাইকেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে 1,08,902 টাকা ও 1,33,613 টাকা। এছাড়াও ভারতের বাজারে রয়েছে কোম্পানির Pulsar সিরিজের একগুচ্ছ মডেল। Pulsar 125 কিনতে এবার 80,090 টাকা থেকে 88,931 টাকা খরচ করতে হবে। অন্যদিকে Pulsar 150 কিনতে 1,00,915 টাকা থেকে 1,10,643 তাকা খরচ হবে।

এছাড়াও Pulsar 180 কিনতে 1,16,653 টাকা ও Pulsar 220F কিনতে 1,34,566 টাকা খরচ করতে হবে। দামী হয়েছে Pulsar NS সিরিজের মোটরসাইকেলগুলিও। Pulsar N125 এর দাম বেড়ে হয়েছে 99,770 টাকা। এছাড়াও Pulsar NS160 ও Pulsar NS200 কিনতে যথাক্রমে 1,19,418 টাকা ও 1,36,090 টাকা খরচ করতে হবে। Pulsar RS200 এর দাম বেড়ে হয়েছে 1,64,179 টাকা।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন