সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

বৈদ্যুতিক গাড়িতে মজে গ্রাহক, পেট্রল-ডিজেলে নৈব নৈব চ!


 ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার ক্রমশ বাড়ছে। যে ভাবে গোটা দেশে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে তাতে গ্রাহলকেরা ক্রমশ বৈদ্যুতিম গাড়ি ব্যবহারের দিকে ঝুঁকছেন। কেনাবেচাও বেড়েছে বৈদ্যুতিক গাড়ির। এই প্রথমবারের জন্য গোটা দেশে বৈদ্যুতিক গাড়ির বিক্রি প্রায় এক লাখ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। বলাই বাহুল্য, দেশে ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় একটি বিশাল বড় বুম আসছে। 

এর ফলে মুশকিল হয়েছে পেট্রল-ডিজেল পরিচালিত গাড়িগুলির ক্ষেত্রে৷ বৈদ্যুতিক গাড়িতে নাগরিকেরা এতটাই মজে যে অনেকেই আর পেট্রল-ডিজেল পরিচালিত গাড়ির দিকে খুব একটা ফিরতে চাইছেন না। আর এটা যে শুধু ভারতের ক্ষেত্রে সত্যি, তাই নয়। সারা বিশ্বেই কিছুটা এইরকম পরিস্থিতি তৈরি হয়েছ

সম্প্রতি JD Power নামে একটি সংস্থার সার্ভেতে উঠে এসেছে এমনই এক তথ্য। এই সার্ভেতে প্রকাশ পেয়েছে, যারা ইতিমধ্যেই বৈদ্যুতিক গাড়ি ব্যবজার করেন-- বা করেছেন, তারা খুব সহজে মোটেই আর নিজেদের পুরনো পেট্রল-ডিজেল পরিচালিত গাডিতে আর ফিরে যেতে চাইছেন না। অর্থাৎ পেট্রল-ডিজেল দ্বারা পরিচালিত গাড়ি ব্যবহার করতে অনীহা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন