করোনার কারণে একধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল গাড়ি বিক্রি! তবে ফের একবার ধীরে ধীরে উঠতে শুরু করেছে গাড়ির বাজার। করোনা আতঙ্কে অনেকেই গণপরিবহণকে কিছুট এড়িয়ে চলছে। আর সেই কারণে ব্যাক্তিগত গাড়ির দিকে ঝোঁক বাড়ছে। যাদের আছে তো ভালো! আর যাদের নেই ধার-বাকি করে একটা গাড়ি কিনে ফেলছেন। তবে গাড়ি কেনার ক্ষেত্রে পছন্দ একেক জনের একেক রকমের। তবে জুলাই মাসে সর্বাধিক যে ১০টি গাড়ি বিক্রি হয়েছে সেগুলির তালিকা প্রকাশ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ১০ টি সর্বাধিক গাড়ি বিক্রির তালিকাতে ঢুকে পড়েছে টাটা। একটা বিশাল অংশের বাজার দখল করেছিল Nexon SUV। গত কয়েকমাসে ব্যাপক বিক্রি হয়েছে। মনে করা হচ্ছে Hyundai Venue-কে এবার ছাপিয়ে যাবে Nexon। তবে মারুতি সুজিকির Vitara Brezza গাড়িটিও যথেষ্ট টক্কর দিচ্ছে। তবে জুলাই মাসের বিক্রির যে তালিকা সামনে এসেছে সেখানে মারুতি সুজিকির গাড়ির জয়জয়কার! গত মাসে যে ১০টি গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে ৮টি এই সংস্থার।
বিক্রির তালিকার শীর্ষে Maruti WagonR। গত মাসে মারুতির নিউ
জেনারেশনের গাড়িটি সর্বাধিক বিক্রি হয়েছে। বিক্রির যে তথ্য হাতে এসেছে সেটি
হল 22,836। তবে জুন মাসে এক ধাক্কায় গাড়ি বিক্রি অনেকটাই পড়ে যায়। সেই সময়
19,447 ইউনিট গাড়ি বিক্রি হয়। হ্যাচব্যাক এই গাড়িটি এক ধাক্কায় অসাধারণ
বিক্রি বাড়িয়েছে। নেক্সট জেনারেশনের এই গাড়িটি সবদিক থেকে যথেষ্ট নজর
কেড়েছে। মাইলেজ থেকে কনফোর্ট সবটাই পাওয়া যায় এই গাড়িতে। ফলে গাড়িপ্রেমীর
প্রথম পছন্দ অবশ্যই Maruti WagonR।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন