বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

লালবাতি-নীলবাতি লাগানো গাড়ি কারা ব্যবহার করবেন, নয়া তালিকায় বাদ পড়লেন অনেকে

 


লালবাতি-নীলবাতি লাগানো গাড়ির দাপাদাপি বেড়েছে রাজ্যে। ধরা পড়ছেন একের পর এক ভুয়ো আধিকারিক। এই ইস্যুতে এবার কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের প্রশাসন। রাজ্যের পরিবহণ দফতর রাশ টানল লালবাতি-নীলবাতি লাগানো গাড়ি ব্যবহারে। নয়া তালিকায় বাদ পড়েছেন অনেকেই।

রাজ্যের পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মাত্র ১৪ জন পদাধিকার এই সুবিধা পাবেন। ভুয়ো আধিকারিকদের চিহ্নিত করতে এই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ভুয়ো আইপিএস ও আইএএস আধিকারিকদের খুঁজতে সুবিধা হবে। মুখ্যমন্ত্রী ছাড়া এই তালিকায় রয়েছেন ১৩ পদাধিকারী।

লাল-নীল বাতি ব্যবহারকারীদের তালিকায় বাকি ১৩ পদাধিকারীরা হলেন- রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, ডিভিশনাল কমিশনার, রাজ্য পুলিশরে ডিজি, ডিজি দমকল, আয়কর ও শুল্ক দফতরের কমিশনার, পুলিশর আইজি ও ডিআইজি, জেলাশাসক, পুর কমিশনার, রাজ্য মিউনিসিপ্যাল কমিশনার, জেলা পুলিশ সুপার, সাব ডিভিশনার অফিসার ও পুলিশ অফিসাররা। এছাড়া পুলিশ প্যাট্রিলংয়েও ব্যাবহার করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন