করোনা পরিস্থিতিতে ক্রমশ তৈরি হচ্ছে গাড়ির বাজার। এক সমীক্ষা বলছে সংক্রমণের আশঙ্কাতে সাধারণ মানুষ ক্রমশ গণপরিবহণ এড়িয়ে চলছে। নিজস্ব গাড়ি কিংবা দুচাকার উপর ভরসা বাড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে গাড়ি কেনার ঝোক তৈরি হয়েছে। গাড়ির বাজার নতুন করে চাঙ্গা হওয়ার কারণে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও গাড়ি উৎপাদন বাড়িয়েছে। নিত্য নতুন মডেলের গাড়ির ডিজাইন নিয়ে আসা হচ্ছে। ছোট গাড়ির মতো বড় গাড়িরও চাহিদা বাড়ছে ক্রমশ। সেই মতো গাড়ির বাজারে বেশ জনপ্রিয় হয়েছে Mahindra & Mahindra এর এসইউভিগুলি। সেই মতো গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল XUV এর আরও অত্যাধুনিক মডেল Mahindra XUV700 গাড়িটি। সেই মতো ভারতের বাজারে আত্মপ্রকাশ করল XUV700।
গাড়িটির লুক থেকে যাত্রী সাছন্দের বিষয়টি একেবারে যত্ন নিয়ে তৈরি করা
হয়েছে। গাড়ি প্রেমীরা বলছেন গাড়িটিকে ছবির থেকেও নাকি সুন্দর দেখতে। এই
গাড়িতে সংস্থার তরফে তিনটি রো সিটারের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে
XUV700 এ আরাম করে সাতজন যাত্রী বসতে পারবে।
তবে এই মডেলের ফাইভ সিটার ভার্সনও রয়েছে। Mahindra XUV700 ফাইভ সিটার
ভার্সনের দাম শুরু হচ্ছে প্রায় ১২ লক্ষ টাকা থেকে। মধ্যবিত্তের SUV কেনার
ইচ্ছাকে বাস্তব করতেই গাড়িটির দাম নাগালের মধ্যে রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন