মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

মাত্র 15 দিনেই দক্ষিণমেরুতে Royal Enfield!


 কোন রকম দেরি না করেই নির্ধারিত সময়ে দক্ষিণ মেরুতে পৌঁছে গেল Royal Enfield। 90deg South নামে এই যাত্রায় দুটি Himalayan মোটরসাইকেল 39 দিনে 770 কিলোলিটার অতিক্রম করে দক্ষিণ মেরুতে পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে তুষার ঝড়ের কারণে দুই রাইডারকে (সন্তোষ বিজয় কুমার ও ডিন কক্সসন) 86 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে এই যাত্রা শুরু হয়। প্রথমে 87 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল চেন্নাইয়ের কোম্পানিটির।

যাত্রাপথ ছোট হয়ে যাওয়ার কারণে মাত্র 15 দিনে এই যাত্রা সম্পূর্ণ হয়েছে। 16 ডিসেম্বর দক্ষিণ মেরুতে পৌঁছে যায় দুটি Royal Enfield Himalayan মোটরসাইকেল। যাত্রাপথে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 60 কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া সহ্য করতে হয়েছে রাইডারদের। তবে মনে রাখতে হবে উত্তর গোলার্ধে এখন শীতকাল চললেও দক্ষিণ গোলার্ধে এখন গ্রীষ্মের সময়। দক্ষিণ মেরুতে চালানোর জন্য Himalayan গাড়িতে কিছু মডিফিকেশন করেছিল Royal Enfield। বেশি অ্যাকসিলারেশনের জন্য সামনে ছোট স্প্রকেট লাগানোর সঙ্গেই বরফে চালানোর জন্য ব্যবহার হয়েছে বিশেষ টিউবলেস টায়ার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন