বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

Mahindra XUV 700: মাহিন্দ্রা গাড়িতেও এবার CNG কিট! এক কেজিতে যাবে কতদূর?


 পেট্রোল ডিজেলের দাম সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি জ্বালানির উপরে কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও মধ্যবিত্তের উপর থেকে খরচের বোঝা নামছে না। এই জন্যই ছোট গাড়ি কেনার সময় অনেকেই পেট্রোলের পরিবর্তে CNG এর মতো জ্বালানীতে চলা গাড়ির খোঁজ করছেন। এতদিন কমপ্যাক্ট সেডান সেগমেন্টে Maruti আর Hyundai এর গাড়ি কেনা যেত। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে Tata Motors এর নাম।

তাই কেনার পরে গাড়িতে CNG কিট লাগাচ্ছেন অনেকেই। এবার ভারতের প্রথম CNG তে চলা Mahindra XUV700 এর ভিডিও প্রকাশ্যে এল।

YouTube এ প্রকাশিত রকটি ভিডিওতে Mahindra XUV700 গাড়িতে CNG কিট দেখা গিয়েছে। গুজরাতের এক ব্যক্তি Mahindra XUV700 কিনে বাজার থেকে CNG কিট ইনস্টল করেছেন। সেখানে দুটি সিলিন্ডার থাকছে। প্রত্যেক সিলিন্ডারে 12 কিলোগ্রাম গ্যাস বহন করা যাবে। অর্থাৎ মোট 24 কিলোগ্রাম গ্যাস রিফিল করা যাবে। সবে আদর্শ পরিস্থিতিতে এই সিলিন্ডারে সর্বোচ্চ 20 কিলোগ্রাম গ্যাস রাখা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন