New
বাজারে সম্প্রতি লঞ্চ করেছে
Mercedes-Maybach S580। তবে এরই মধ্যে গাড়িটিকে নিজের গ্যারেজে নিয়ে তুলে
ফেলেছেন কবির সিং খ্যাত অভিনেতা শাহিদ কাপুর। শাহিদ কাপুরের গাড়ি প্রেম সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। বলিউড অভিনেতার
গ্যারেজে রয়েছে একের পর এক বিলাসবহুল গাড়ি ও মোটরসাইকেল। সাম্প্রতিককালে
একটি Mercedes-Benz S400 চড়তে দেখা গিয়েছে কবির সিং খ্যাত অভিনেতাকে। এবার
তার গ্যারেজে প্রবেশ করেছে সম্প্রতি লঞ্চ হওয়া Mercedes-Maybach S580।
প্রায় আড়াই কোটি টাকা দামের এই গাড়ির প্রাথমিক গ্রাহকদের অন্যতম তিনি।
বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে ভারতে এই গাড়ি তৈরি হচ্ছে।
কোম্পানির এই ফ্ল্যাগশিপ গাড়িতে রয়েছে 4.0 লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন। এই
ইঞ্জিনে সর্বোচ্চ 496 bhp শক্তি ও 700 Nm টর্ক পাওয়া যাবে। এই ইঞ্জিনের
সঙ্গে রয়েছে EQ Boost 48 volt মাইল্ড হাইব্রিড সিস্টেম। যা এই গাড়ির
প্রাথমিক অ্যাকসেলারেশন ও ও ফুয়েল এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করবে। এই
গাড়ির পিছনের চাকায় শক্তি পাঠানো হয়। থাকছে 9 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন।
শাহিদের গ্যারেজে অন্যতম দামী গাড়ি এটাই। মাত্র 4.7 সেকেন্ডে 0-100 কিমি
প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই গাড়ি। Mercedes-Maybach S580 এর সর্বোচ্চ গতি
250 কিমি প্রতি ঘণ্টা।
নতুন এই গাড়ির অন্যতম আকর্ষণীয় ফিচার MBUX ইনফোটেনমেন্ট সিস্টেম। কেবিনে
রয়েছে মোট পাঁচটি স্ক্রিন। কেবিনে রয়েছে নাপ্পা লেদার ফিনিশ ও Burmester
সাউন্ড সিস্টেম। এটাই ভারতের বাজারে প্রথম গাড়ি যেখানে লেভেল 2 অটোনমাস
ড্রাইভিং সাপোর্ট রয়েছে। এই ফিচারে স্টিয়ারিং অ্যাসিস্টের সঙ্গেই পাবেন
ব্রেক অ্যাসিস্ট ফিচার।
তবে Mercedes-Maybach S580 শাহিদ কাপুরের গ্যারেজের একমাত্র বিলাসবহুল গাড়ি
নয়। বলিউড অভিনেতার কাছে রয়েছে Jaguar XK-R, Land Rover Range Rover
Vogue, Porsche Cayenne, Mercedes-Benz GL-Class, আগের জেনারেশনের S-Class ও
Mercedes-Benz GLC Coupe।
এছাড়াও বছর দুই আগে বাবা পঙ্কজ কাপুরকে
একটি Mercedes-Benz ML-Class উপহার দিয়েছিলেন তিনি। একাধিক বিলাসবহুল গাড়ি
ছাড়াও শাহিদ কাপুরের মোটর বাইকের কালেকশনও চোখ কপালে তোলার মতো। অভিনেতার
কাছে রয়েছে Ducati Scrambler 1100, Harley-Davidson Fat Boy, Yamaha MT-01
সহ একাধিক মোটরসাইকেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন