রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ফোনে কথা বলতে বলতেই চালানো যাবে গাড়ি: গডকরি


আরোহীদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণমন্ত্রী নীতিন গডকরির ( Nitin Gadkari)। সম্প্রতি একটি ঘোষণায় তিনি জানিয়েছেন-- গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলা এবার শীঘ্রই ভারতে আইনত স্বীকৃতি পেতে চলেছে। যদিও, একইসঙ্গে গডকতরি জানিয়েছেন-- কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে, যা মেনে চলা একান্ত প্রয়োজন।

তাঁর বক্তব্য অনুসারে, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা কিছুটা হলেও শিথিল হতে চলেছে। তবে এই নিয়মের একটি ব্যতিক্রমও আছে। কেবলমাত্র তখনই কথা বলা যাবে, যখন হাত স্টিয়ারিং থেকে সরছে না। অর্থাৎ আপনি ব্লুটুথ স্পিকার অথবা অন্য কোনও মাধ্যমে কথা বলছেন। কিন্তু যদি গাড়ি চালানোর সময় কথা বলার জন্য আপনার হাত স্টিয়ারিং থেকে সরে যায়, কোনওভাবেই সেটিকে মান্যতা দেওয়া হবে না।

ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? তাঁর নিজের ভাষায় "যদি ড্রাইভার কথা বলার জন্য হ্যান্ড ফ্রি ডিভাইস ব্যবহার করে থাকেন-- সেক্ষেত্রে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে না। সেইসমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিস তাঁকে ফাইন করতে পারবেন না। কিন্তু যদি তা না হয়, তবে বিষয়টি বিচারাল্প্যের মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়াবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন