মদ খেয়ে গাড়ি চালানোর প্রতি ফের একবার কঠোর মনোভাব প্রকাশ করল, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ( Supreme Court)। নিজেদের বক্তব্যে দেশের সর্বোচ্চ আদালত জানাল, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য যদি কোনও ড্রাইভারের লাইসেন্স কেড়ে নেওয়া হয়-- তাহলে কোনওভাবেই তার প্রতি নরম মনোভাব পোষণ করা হবে না। যদি মদ খেয়ে গাড়ি চালানোর পর কোনও দুর্ঘটনা ঘটে থাকে-- এবং সেই দুর্ঘটনা যদি অত্যন্ত ছোটও হয়-- তা হলেও কোনওভাবেই মদ্যপ ব্যক্তির প্রতি নরম মনোভাব দেখানো যাবে না। এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।
এলাহাবাদ কুম্ভমেলার সময় ব্রিজেশ দ্বিবেদী বলে একজন ট্রাক ড্রাইভার, যিনি
আবার Provincial Armed Constabulary ( PAC)-এর সদস্যও-- একটি দাঁড়িয়ে থাকা
জিপে ধাক্কা মারেন। দেখা যায়, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই
ট্রাক চালাচ্ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন