গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। ভারত সিরিজ বা বিএইচ সিরিজ নাম দেওয়া হয়েছে এই বিশেষ রেজিস্ট্রেশনের। এতে বিশেষ সুবিধা পাবেন গাড়ির মালিকরা। এক রাজ্য থেকে অন্য মালিকানা বদলের েক্ষত্রে নতুন করে রেজিস্ট্রেশন বদল করতে হবে না। বিএইচ সিরিজের মার্ক থাকলেই হবে। যাঁদের এই রেজিস্ট্রেশনের মার্ক থাকবে তারা এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মী,কেন্দ্র শাসিত
অঞ্চলের কর্মীরাও এই সুবিধা পাবেন। বেসরকারি ক্ষেত্রের কর্মীরাও এই সুবিধা
পাবে তবে সেই সব কোম্পানির দফতর থাকতে হবে অন্তত ৫টি রাজ্যে। যাঁরা এই
বিএইচ রেজিস্ট্রেশন করাবেন তাঁদের ২ বছর বা তার বেশি কর মকুব করা হবে বলে
জানানো হয়েছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন