সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

কোডনামে চলছে ডিজাইনিং! নতুন লুকে বাজারে Maruti Brezza


 2022 সালে একগুচ্ছ নতুন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Maruti Suzuki। এর মধ্যেই রয়েছে নতুন Baleno, নতুন Vitara Brezza, নতুন Alto ও আপডেটেড Ertiga। এছাড়াও Toyota-র সঙ্গে হাত মিলিয়ে মাঝারি মাপের SUV বাজারে আনতে পারে কোম্পানিটি

সম্প্রতি বিক্রির নিরিখে সাত লক্ষের গণ্ডি অতিক্রম করেছে Vitara Brezza। তবে বিগত কয়েক বছর ধরেই এই সেগমেন্টে প্রতিযোগিতা বাড়তে শুরু করেছে। এই কারণেই Vitara Brezza মডেল আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে Maruti Suzuki। 2022 সালে নতুন রূপে এই গাড়ি বাজারে আসবে। কোম্পানির ভিতরে YTA ছদ্মনামে এই গাড়ি ডিজাইনের কাজ চলছে। কয়েক সপ্তাহ আগেই এই গাড়ি উৎপাদনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল।

একই প্ল্যাটফর্মের উপরে তৈরি হলেও গাড়ির ভিতরে ও বাইরে একগুচ্ছ পরিবর্তন হয়েছে। এছাড়াও নতুন ভার্সনের আয়তনও একই থাকছে। তবে নতুন ভার্সনে নাম থেকে বাদ যেতে পারে Vitara। শুধুমাত্র Brezza নামে এই গাড়ি বাজারে আসতে পারে। Hyundai Creta-র সঙ্গে প্রতিযোগিতায় শীঘ্রই 5 সিটার SUV বাজারে আনতে পারে Maruti Suzuki। নতুন সেই গাড়ির নাম হতে পারে Vitara।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন