রবিবার, ২ জানুয়ারী, ২০২২

অত্যাধুনিক ফিচার, দামেও কম! এই স্কুটিগুলিতেই মন মজেছে যুবদের

 


2020 সালে বেশিরভাগ লঞ্চ বাতিল হয়ে যাওয়ার কারণে 2021 সালে ভারতে একের পর এক নতুন স্কুটার বাজারে আসতে থাকে। এর ফলে স্কুটার সেগমেন্টে দারুণ বৃদ্ধি এসেছে। চলতি বছরেই লঞ্চ হয়েছে যুগান্তকারী Aerox 155, আগের থেকে বড় Jupiter 125 এর মতো স্কুটারগুলি। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া সেরা স্কুটারগুলি দেখে নিন। 

সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছে Yamaha Aerox 155। এই স্কুটারে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। যা এই স্কুটারকে ভারতের অন্যতম শক্তিশালী স্কুটারের তকমা দিয়েছে। YZF-R15 এর ইঞ্জিনে যে প্রযুক্তি ব্যবহার হয়েছে Yamaha Aerox 155 এর ইঞ্জিনেও একই প্রযুক্তি দেখা গিয়েছে। এই স্কুটারে রয়েছে একটি 4 স্ট্রোক, 4 ভাল্ভ 155cc ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 15 PS শক্তি ও 13.9 Nm টর্ক পাওয়া যাবে।  

চলতি বছরে বাজারে এসেছে Jupiter 110 এর উত্তরসূরি TVS Jupiter 125। এই স্কুটারে রয়েছে একটি 125cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই স্কুটারে থাকছে সেগমেন্টের সবথেকে বড় বুট স্পেস, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, এক্সটারনাল ফুয়েল লিড ও আরও অনেক ফিচার। এই স্কুটারে রয়েছে 124.8cc ইঞ্জিন। সেখানে সর্বোচ্চ 8.04 bhp শক্তই পাওয়া যাবে। Jupiter 125 এ থাকছে একটি 5.1 লিটার ফুয়েল ট্যাঙ্ক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন