মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

১০ হাজার টাকাতেই বাড়ি আনতে পারেন ভারতের সবথেকে সস্তার এই গাড়ি! একবার চার্জ দিলেই ছুটবে ২০০ কিমি

 


হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে দেশে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও ক্রমশ বাড়ছে। যদিও এই অবস্থায় একটা বিশাল অংশের মানুষের ইলেকট্রিক গাড়ি কিংবা বাইক কেনার প্রতি ঝোঁক বাড়ছে।


গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও ব্যাটারিচালিত গাড়ি তৈরি করছে। শুধু দেশের বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিই নয়, বহু স্টার্টআপ সংস্থাও সস্তায় ব্যাটারি চালিত গাড়ি তৈরি করছে। বিভিন্ন ধরনের মডেলের গাড়ি তৈরি করছে এই সংস্থাগুলি

তেমনই মুম্বইয়ের একটি স্টার্টআপ সংস্থা Strom মোর্টস তাঁরা বিদুতিন গাড়ি তৈরির কাজ করছেন দীর্ঘদিন। সংস্থার দাবি, তাদের তৈরি গাড়ি নাকি ভারতের তৈরি বৈদুতিন শক্তিতে চালিত গাড়ি। All-Electric R3 গাড়িটির বুকিং ভারতের গাড়িপ্রেমীদের জন্যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে এই গাড়িটির গুরুত্ব হল এটি চার নয়, মাত্র তিন চাকাতেই চলবে। এই গাড়িটি মাত্র ১০ হাজার টাকা অগ্রিম বুকিং দিয়ে বুকিং করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন