শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

লাক্সারির সঙ্গে সেফটির গ্যারান্টি! '21-এ লঞ্চ হওয়া সেরা গাড়ি দেখে নিন

 ভারতের বাজারে কম দামের গাড়ির রমরমা। তবে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম বিলাসবহুল গাড়ির বাজার। বেশিরভাগ গ্রাহক কম দামের গাড়ি কিনলেও সব বাজেটের গাড়ি পাওয়া যায় এদেশে। ভারতে সবথেকে জনপ্রিয় সেগমেন্ট হ্যাচব্যাক হলেও ভারতই বিশ্বের অন্যতম বৃহত্তম বিলাসবহুল গাড়ির বাজার। তাই করোনা অতিমারির সময়েও ভারতে গাড়ি বিক্রি করে লাভের মুখ দেখেছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি। 2021 সালে ভারতের বাজারে এসেছে একের পর এক লাক্সারি কার। এই সব গাড়িতেই দুর্দান্ত পারফর্মেন্সের সঙ্গে মিলবে আরামদায়ক সফর। 2021 সালে ভারতে লঞ্চ হওয়া সবথেকে শক্তিশালী পাঁচটি গাড়ি দেখে নিন।

এটা Lamborghini – কনভার্টিবেল মডেল। 3.53 কোটি টাকায় (এক্স শো-রুম) এই গাড়ি বাজারে এসেছে। Huracan EVO RWD Spyder


এ থাকছে 5.2 লিটার V10 ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 602 bhp শক্তি ও 560 Nm টর্ক পাওয়া যাবে। মাত্র 3.5 সেকেন্ডে এই গাড়ি 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারবে। Huracan EVO RWD Spyder এর সর্বোচ্চ গতি 324 কিমি প্রতি ঘণ্টা।

চলতি বছর জুনে বাজারে এসেছে BMW M5 Competition । এই গাড়ির দাম 1.62 কোটি টাকা (এক্স শো-রুম)। চলতি বছরে ভারতে এটাই কোম্পানির সবথেকে শক্তিশালী লঞ্চ। নতুন এই গাড়ি BMW M5 এর স্পোর্টি ভার্সন। M Sports সেডানে রয়েছে 4.4 লিটার V8 টার্বোচার্জড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 617 bhp শক্তি ও 750 Nm টর্ক পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে একটি 8 স্পিড M স্টেপট্রোনিক টান্সমিশন। এই সেডানে কোম্পানির M স্পেসিফিকেশন ট্রান্সমিশন ও M স্পোর্টস এক্সহস্ট সিস্টেম থাকছে। এছাড়াও সব চাকায় থাকছে xDrive। মাত্র 3.3 সেকেন্ডে এই গাড়ি 0-100 কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারবে। 

4.99 কোটি (এক্স শো-রুম) টাকায় এই গাড়ি ভারতে লঞ্চ হয়েছে। এই গাড়িতে পারফর্মেন্সকেই প্রাধান্য দিয়েছে Lamborghini। থাকছে একটি 5.2 লিটার V10 ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 630 bhp শক্তি ও 565 Nm টর্ক পাওয়া যাবে। থাকছে 7 স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। এই স্পোর্টস কারে বিভিন্ন জায়গায় কার্বন ফাইবার ব্যবহার হয়েছে। এছাড়াও এয়ার ড্র্যাগ কমানোর জন্য কম উচ্চতা রয়েছে এই গাড়িতে। মাত্র 3 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারবে এই গাড়ি।

2021 সালের জুলাইতে বাজারে এসেছে Mercedes-AMG E 63 S । হাই পারফর্মেন্স এই E-Class সেডানে রয়েছে একটি 4.0 লিটার টুইন টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 603 bhp শক্তি ও 850 Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে AMG Speedshift MCT 9G অটোমেটিক ট্রান্সমিশন মাত্র 3,4 সেকেন্ডে এই গাড়ি 0-100 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে। এই গাড়িতে রয়েছে অল হুইল 4MATIC+ ড্রাইভ সিস্টেম। এছাড়াও ছয়টি পৃথক মোডে ড্রাইভ করা যাবে। Mercedes-AMG E 63 S এ থাকছে চারটি এক্সহস্ট পাইপ। ভারতে Mercedes-AMG E 63 S এর দাম 1.7 কোটি টাকা   

Range Rover Sport এর হাই পারফর্মেন্স ভার্সন Range Rover Sport SVR এই বছরেই ভারতে এসেছে। এই গাড়িতে রয়েছে 5.0 লিটার V8 ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 567 bhp শক্তি ও 700 Nm টর্ক পাওয়া যাবে। মাত্র 4.5 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই গাড়ি। অটোমেটিক ট্রান্সমিশনের এই SUV-র সর্বোচ্চ গতি 283 কিলোমিটার প্রতি ঘণ্টা। Range Rover Sport SVR এর দাম 2.19 কোটি টাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন