সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে 2022 সালের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া সব গাড়ির 80 শতাংশ হয় SUV নাহলে ট্রাক। সেই দেশে মানুষ সেডান গাড়িকে প্রায় ভুলতে চলেছে। ভারতে SUV গাড়ির জনপ্রিয়তা বাড়তে থাকলেও এখনও সেডান কেনার একাধিক কারণ রয়েছে। SUV না কিনে সেডান কিনবেন কেন? দেখে নিন সাতটি কারণ।
SUV এর থেকে সেডানের ওজন কম হয় এছাড়াও বেশি অ্যারোডাইনামিক হয় সেডান। শুধুমাত্র পিচের রাস্তায় চলার জন্য সেডান ডিজাইন করা হয় বলে এই গাড়িতে প্রতি লিটার পেট্রোল/ডিজেলে SUV এর থেকে বেশি পথ চলতে পারবেন। SUV এর থেকে সেডানে বেশি মাইলেজ পাওয়ার কারণে সেডান কিনলে বছর শেষে জ্বালানির খরচে অনেকটাই সাশ্রয় করতে পারবেন।
সেডানের তুলনায় SUV-র উচ্চতা নেকটা বেশি হয়। এর ফলে গাড়ির ভিতরে বেশি জায়গা পাওয়া গেলেও গাড়ি চালানোর সময় গাড়ির ভিতরে বসে থাকার অনুভূতি পাওয়া যায় না। বদলে মনে হয় আপনি গাড়ির উপরে বসে আছেন। বিগত কয়েক বছরে SUV চালানোর অভিজ্ঞতার উন্নতি হয়েছে। কিন্তু এখনও সেডান চালানোর অভিজ্ঞতা SUV এর থেকে ভালো। গাড়ির উচ্চতা কম হওয়ার কারণে সেডানে দ্রুতগতিতে বাঁক নেওয়া সম্ভব।
SUV এর তুলনায় সেডানের ওজন কম হওয়ার কারণে একই ইঞ্জিন ব্যবহার হলেও সেডানে বেশি গতি পাওয়া যায়। এছাড়াও বেশি গতি তুলতে সাহায্য করে সেডানের দুর্দান্ত অ্যারোডাইনামিক্স।
এই বিষয়টি আপেক্ষিক হলেও বেশিরভাগ মানুষ SUV এর থেকে সেডানের লুক পছন্দ
করেন। চাকার পাশে কম জায়গা থাকার কারণে রাস্তায় SUV এর থেকে সেডানকে দেখতে
ভালো লাগে। গাড়িতে অতিরিক্ত জিনিস বহন অথবা অফরোডিংয়ের প্রয়োজন না থাকলে
নিঃসন্দেহে সেডানের লুক আপনার মন জয় করে নেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন