বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

নতুন ফিচার্সের সঙ্গে Baleno-র বুকিং শুরু! কত খরচ?


 অবশেষে নতুন Baleno গাড়ির বুকিং শুরু করল Maruti Suzuki। এই গাড়িতে একাধিক উদ্ভাবনী ফিচার ব্যবহার হয়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। Maruti Suruki-র সবথেকে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে অন্যতম Baleno

ইতিমধ্যেই 11,000 টাকার বিনিময়ে নতুন Baleno গাড়ির বুকিং শুরু হয়েছে। শুধুমাত্র Maruti Suzuki NEXA শো-রুম থেকেই এই গাড়ি কেনা যাবে। তবে আপনার বাড়ির কাছে NEXA শো-রুম না থাকলেও বুক করা যাবে এই গাড়ি। সেই ক্ষেত্রে NEXA ওয়েবসাইট থেকে নতুন Baleno বুকিংয়ের সুবিধা করে দিয়েছে কোম্পানি।

নতুন Baleno তে থাকছে হেড-আপ ডিসপ্লে। এই প্রথম এই সেগমেন্টের কোনও গাড়িতে এই ফিচার দেখা গেল। ফলে গাড়ি চালানোর সময় ড্রাইভারকে রাস্তা থেকে চোখ সরাতে হবে না। গাড়ির গত সহ সব গুরুত্বপূর্ণ তথ্য এখানেই দেখা যাবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে গাড়ির ড্রাইভার ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই HUD ব্যবহার হয়েছে এই গাড়িতে।

Maruri Suzuki-র মার্কেটিং ও সেলস বিভাগের প্রধান শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন, ইতিমধ্যেই গোটা দেশে 10 লক্ষের বেশি প্রিমিয়াম হ্যাচব্যাক বিক্রি করেছে কোম্পানি। নতুন Baleno প্রসঙ্গে শ্রীবাস্তব জানিয়েছেন, “নতুন টেক শ্যাভি প্রজন্মের কথা মাথায় রেখে এই গাড়ি ডিজাইন করা হয়েছে। যারা বাজারে সেরা জিনিস কিনতে চান তাঁদের এই গাড়ি পছন্দ হবে। এই গাড়িতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি, দুর্দান্ত ডিজাইন। সুরক্ষার সঙ্গে এই গাড়িতে কোন আপস করা হয়নি।”

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে মোট 7 টি ভেরিয়েন্টে বাজারে আসতে পারে নতুন Maruti Suzuki Baleno। এর মধ্যে 4 টি ম্যানুয়াল ও 3টি অটোমেটিক ট্রান্সমিশন থাকতে পারে। AMT এর পরিবর্তে CVT প্রযুক্তি সহ পাওয়া যাবে অটোমেটিক ভেরিয়েন্ট। তবে শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনেই এই গাড়ি বাজারে আসতে পারে।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন