বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এবার থেকে DiGi Locker ও mParivahan অ্যাপে থাকা গাড়ির কাগজ ও লাইসেন্স দেখিয়ে ট্রফিকের হাত থেকে বাঁচা যাবে। ফলে প্রযোজন পড়ল না আসল নথি সঙ্গে

 


রাজ্যে বৈধ হল DiGi Locker, mParivahan-এ থাকা গাড়ির লাইসেন্স-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি। এতদিন দেশের নানা রাজ্যে এই নিয়ম থাকলেও তা এরাজ্যে চালু ছিল না। এবার থেকে এই রাজ্যেও এই নিয়ম বৈধ হল। DiGi Locker, mParivahan-এর মাধ্যমে গাড়ির কাগজ দেখালেই রেহাই মিলবে ট্রাফিকের হাত থেকে

বর্তমানে, Insurance Information Board (IIB)-এর তরফে নিয়মিত ভাবে ইনসিওরেন্সের রিন্যুয়াল সংক্রান্ত নথি VAHAN ডাটাবেসে আপলোড করা হচ্ছে। যেটি mParivahan/eChallan অ্যাপের মাধ্যমেও দেখা যায়। যদি mParivahan/eChallan অ্যাপে ইনসিওরেন্সের রিন্যুয়াল সংক্রান্ত নথি থাকে, তবে আর আসল কপির দরকার পড়বে না, এতদিন পশ্চিমবঙ্গে ট্রাফিক পুলিশ ধরলে, দেখাতে হত গাড়ি, লাইসেন্স ইত্যাদির আসল নথি। এখন থেকে সেই ব্যবস্থার পরিসমাপ্তি ঘটতে চলেছে। 22 ডিসেম্বর 2021 -এ এই ডিজিটাল নথিকে মান্যতা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু যে নথি চালকেরা দেখাতে পারবেন তা নয়। নিয়ম ভাঙার ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে চালানও কাটা যেতে পারে। তবে কোনও চালক যদি চান, তবে তিনি আসল নথিও দেখাতে পারেন পুলিশকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন