সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Yamaha R15 V4। লঞ্চের সময় এই মোটরসাইকেলের এক্স শো-রুম দাম ছিল 1.68 লক্ষ টাকা। স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গেই হাই স্পেসিফিকেশনের R15M মডেল নিয়ে এসেছিল জাপানের কোম্পানিটি। লঞ্চের সময় Yamaha R15M এর দাম ছিল 1.8 লক্ষ টাকা। লঞ্চের পরেই নভেম্বরে R15 V4 এর দাম 2,800 টাকা বাড়িয়েছিল Yamaha। তবে প্রথমবার দাম বাড়ার কয়েক মাসের মধ্যেই এই মোটরসাইকেলের দাম ফের বেড়ে গেল। মেটালিক রেড কালারে yamaha R15 v4 এর দাম বেড়ে হয়েছে 1,72,800 টাকা। ডার্ক নাইট ও নীল রঙে এই মোটরসাইকেলের দাম বেড়ে হয়েছে 1,73,800 টাকা ও 1,77,800 টাকা। কোম্পানির তরফে জানানো হয়েছে এবার R15M কিনতে 1,82,800 টাকা খরচ হবে। অর্থাৎ এই স্পোর্টস বাইকের দাম ভারতে প্রায় 2,000 টাকা বেড়ে গেল।
Yamaha R15 V4 এ রয়েছে 155cc লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 18 bhp শক্তি ও 14 Nm তর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার-বক্স ও স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। এছাড়াও দ্রুত গিয়ার শিফটিংয়ের জন্য R15M এ রয়েছে কুইকশিফটার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন