এতদিনে বোধহয় সকলেই জেনে গিয়েছেন, বৈদ্যুতিন গাড়ি (Electric Car) তৈরিতে হাত দিয়েছে 'অ্যাপেল' (Apple) সংস্থা। সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকবার তা জানানো হয়েছে। তবে, অ্যাপলের তৈরি গাড়িটি কেমন দেখতে হবে, তাতে কী কী সুযোগ সুবিধা থাকবে - বরাবর তা গোপন রেখে এসেছে সংস্থা। তবে, এবার সামনে এল তাদের তৈরি এই অসামান্য গাড়িটির থ্রিডি রেন্ডার করা মডেলের (3d Rendered Model) প্রথম ছবি।
পেটেন্ট অনুযায়ী তৈরি মডেল
অ্যাপেলের তৈরি বৈদ্যুতিন গাড়ির থ্রিডি মডেলগুলি রেন্ডার করছে ভ্যানারমা (Vanarama) নামে একটি ব্রিটিশ কার লিজ সংস্থা। তাদের দাবি, ইলেকট্রিক গাড়ির জন্য অ্যাপল যে সমস্ত পেটেন্ট দাখিল করেছে, সেই অনুযায়ীই এই ডিজাইন করা হয়েছে। তার সঙ্গে শিল্পী অ্যাপেলের চিরন্তন নকশার ভাষাকে একত্রিত করেছেন। অর্থাৎ, নকশাটি আইফোন, ম্যাকবুক এবং অন্যান্য অ্যাপেলের তৈরি পণ্য দ্বারা অনুপ্রাণিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন