Gamebazz ডেস্ক: সারা বিশ্বেই এখন ইলেকট্রিক গাড়ির চাহিদা ঊর্ধ্বগগনে। ভারতে এখন পাল্লা দিয়েই একের পর এক ইলেকট্রিক বাইক এবং গাড়ি লঞ্চ করছে। আর এবার এমনই এক অবিশ্বাস্যকর ইলেকট্রিক বাইক লঞ্চ হল, যা আপনার ব্যাগে রেখেই চলাফেরা করতে পারবেন। সম্প্রতি জাপানে অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে ভরপুর এমনই একটি ইলেকট্রিক গাড়ি তৈরি হয়েছে।
নতুন এই গাড়ির নাম Poimo বা পোর্টেবল অ্যান্ড ইনফ্লেটেবল মোবিলিটি (Portable And Inflatable Mobility) স্কুটার। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই লেটেস্ট ইলেকট্রিক গাড়িটি তৈরি করেছেন। এক্কেবারে শেষ প্রান্তের কানেক্টিভিটির কথা মাথায় রেখেই এই ইলেকট্রিক স্কুটারটি তৈরি করা হয়েছে। ছোট্ট দুরত্ব যাতে সহজেই কভার করা যায়, যেমন বাড়ি থেকে বাসস্টপ বা মেট্রো স্টেশন এমনই সব ছোট ছোট দুরত্ব কভার করার জন্য কাজে আসবে এটি। সাড়ে ৫ কেজির ই-স্কুটারটি নিয়ে আপনি আপনার ব্যাগে নিয়েও ভ্রমণ করতে পারেন।
এক বার চার্জ দিলেই ৯০ মিনিটের রাইডিং টাইম দিতে পারে এই স্কুটার। যা ছোট দূরত্ব কভার করার জন্য যথেষ্ট। ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে দৌড়তে পারে এই ইলেকট্রিক স্কুটার। ঠিক চাকার মধ্যে রয়েছে ইলেকট্রিক স্কুটার। যা থেকে গাড়িটি পাওয়ার সঞ্চয় করছে। এছাড়াও এই মিনি স্কুটারে রয়েছে স্টিয়ারিং, হ্যান্ডেলবার এবং একটি ব্যাটারি ইউনিট যা ফ্রন্ট এবং রিয়ার হুইলসের মাঝখানে দেওয়া হয়েছে।এই ইলেকট্রিক স্কুটার তৈরি করা হয়েছে থার্মোপ্লাস্টিক পলিইউরিথেনের মাধ্যমে। নির্মাণকারীদের দাবি, গাড়িটি বেশ শক্তপোক্ত হয়েছে এবং ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা, তাঁরাও খুব সহজে এটি চালাতে পারবেন।
এই বাইকের সবথেকে বড় ইউএসপি হল তার ফ্লেক্সিবল মেটিরিয়াল, যা খুব সহজেই নির্দিষ্ট আকারে পরিবর্তন করা যায়। অর্থাৎ আপনি সম্পূর্ণ ভাবে নিজের মতো বানিয়ে নিতে পারবেন এটি। নির্দিষ্ট পছন্দের উপরে ভিত্তি করে একাধিক ডিজাইন করা যেতে পারে। এমনকি আপনি চাইলে ঘুরন্ত একটি লাউঞ্জেরও আকার দিতে পারবেন। চাহিদার উপরে ভিত্তি করে এই বাইকের একাধিক অংশ আপনি অ্যাম্প্লিফাই বা রিডিউস করতে পারবেন। তবে বেসিক প্রযুক্তিটি একই থেকে যাবে।
ইতিমধ্যেই এই স্ফীত ইলেকট্রিক স্কুটারের টেস্ট ড্রাইভ সফল হয়েছে। আর সমস্তটাই এখনও পর্যন্ত জাপানেই সীমাবদ্ধ রয়েছে। অফিসিয়ালি সে দেশে লঞ্চ হতে আরও কিছু দিন লেগে যাবে বলে জানা গিয়েছে। ভারতে আসবে কিনা সেবিষয়ে জানা যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন