রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ভারতের রাস্তায় নামল BYD e6 electric MPV! বড় স্পেস, আরামদায়ক জার্নি আকর্ষণ করবে আপনাকেও



Gamebazz ডেস্ক: বিগত কয়েক মাসে দেশের বাজারে বেশ কিছু ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। এবার চিনের এক জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা BYD (Build Your Dreams) ভারতের বাজারেও তাদের গাড়ি লঞ্চ করেছে। প্রিমিয়াম সেই ইলেকট্রিক গাড়ির নাম MPV – e6। এটিই ভারতের প্রথম ব্যাটারি-পাওয়ার্ড MPV। ভারতে এটিই কোম্পানির প্রথম ইলেকট্রিক ভেহিকল। প্রসঙ্গত, BYD চিনের মার্কেটে ছাড়াও  ইউরোপেও নিজেদের প্রভাব বিস্তার করেছে। মূলত ইলেকট্রিক গাড়ি এবং বাস তৈরি করে থাকে এই কোম্পানি। ভারতে ফ্লিট অপারেটরদেরই টার্গেট করছে এই চিনা সংস্থা।


MPV – e6 গাড়িটি বেশ বড় এবং প্রিমিয়াম প্যাকেজের। গাড়ির সামনে ‘ড্রাগন ফেস’ স্টাইলিং দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক MPV-তে রয়েছে পাতলা ক্রোম বার, যার সঙ্গে হেডল্যাম্প অ্যাসেম্বল করা হয়েছে। প্রজেক্টর ল্যাম্প রয়েছে এবং লোয়ার সাইডে থাকছে DRL। গাড়ির সামনে কোনও প্রথাগত মেন গ্রিল দেওয়া হয়নি। তবে মেশ স্ট্রাকচার চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে।গাড়ির রিয়ারভিউ মিরর, বাম্পার এবং পিলার সবই কালো রঙের। গাড়ির রিয়ার প্যানেল থেকে আপনি দেখতে পাবেন যে ডিজাইন গাড়ির সমগ্র লুক কভার করছে। পাতলা ক্রোমবারে টেললাইট কানেক্ট করা রয়েছে, যা প্রিমিয়াম-নেস টাচ দিতে পারে এবং তার জন্য টেলগেটের উপরের স্পয়লার সিটিং কালো করা হয়েছে। ম্যানুয়ালি অপারেটেড টেলগেট খুললেই ৫৮০ লিটারের ট্যাঙ্ক আনলক করে। এত বড় ট্যাঙ্ক হলেও তা কিন্তু ব্যবহার করা খুবই সহজ। যা গাড়িপ্রেমীদের অন্য অনুভূতি দেবে। 



গাড়ির ড্রাইভারকে সতর্ক করতে কনসোল দুটি অ্যানালগ ঘড়ি এবং একটি মাঝামাঝি ডিজিটাল স্ক্রিন ব্যবহার করা হয়েছে যাতে ভ্রমণের অবস্থা সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন। ড্রাইভারের স্ক্রিন একটি মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল দ্বারা সুরক্ষিত। এই e6 গাড়ির কেবিনের ভিতরে থাকছে একটি ঘূর্ণায়মান টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এটি আসলে গাড়ির ওরিয়েন্টেশন পরিবর্তন করতে পারে এবং মুহূর্তের মধ্যে সেটিকে ট্যাবলেটে কনভার্ট করতে পারে। ব্লুটুথ এবং WLAN-এর সাহায্যে এটি স্মার্টফোনের সঙ্গে পেয়ারও করা যাবে। পাশাপাশি আবার ম্যাপের সঙ্গে ইনবিল্ট নেভিগেশন ডিসপ্লে করবে এবং ব্যাটারি স্টেটাসও দেখা যাবে সেখান থেকে।


ড্রাইভ মোডের জন্য গাড়ির সেন্ট্রাল কনসোলে রয়েছে রোটারি ডায়াল যা দেখতে প্রিমিয়াম এবং আপ-ক্লাস টাচ দিতে পারে। কিন্তু দুঃখজনক বিষয়টি হল, এই গাড়িতে আকর্ষণীয় কিছু ফিচার্স আবার দেওয়া হয়নি। তার মধ্যে রয়েছে ওয়্যারলেস চার্জিং, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল বা ভেন্টিলেটেড সিট। তবে গাড়ির ভিতরে দ্বিতীয় রো-তেই সবথেকে বেশি সময় অতিবাহিত করবেন যাত্রীরা। কারণ এই সেকেন্ড রো-তে রয়েছে একটি বীভৎস লেগরুম। পাশাপাশি আবার ৬ ফুটেরও বেশি লম্বা মানুষজনের জন্য গাড়িটির হেডরুমও চমৎকার।সব মিলিয়ে এই গাড়িতে সফর করলে সেই সফর যাত্রীর জন্য বেশ আরামদায়ক হবে। 


দ্বিতীয় রো-তে ২ থেকে ৩ জন অনায়াসে বসতে পারবেন। গাড়িটির পিছনে রয়েছে সিঙ্গেল এসি ভেন্ট। এছাড়াও এই গাড়িতে দুটি USB সকেট দিয়েছে কোম্পানি। এর ফলে সেকেন্ডে রো-তে বসেও যাত্রীরা স্মার্টফোন চার্জ করতে পারবেন। যদিও এই গাড়িতে আর একটি গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া হয়নি। কোনও ডিভাইস রাখার জন্য কোনও পকেট নেই এই ইলেকট্রিক গাড়িতে।এই ইলেকট্রিক গাড়ির দাম ২৯.১৫ লাখ টাকা।পরবর্তীতে দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন